“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে, ধানের শীষের বিজয় অনিবার্য। তাই দলের সকল নেতাকর্মীদের প্রতি ভেদাভেদ ভুলে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি সংসদীয় ২৯৯ নং আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান। রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
আজ ( বুধবার, ১২ নভেম্বর ) দুপুর ২টায় বাঘাইছড়ি মডেল টাউন এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী মুক্ত মঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। পরে সেখানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এডভোকেট দীপেন দেওয়ান আরও বলেন, “দীর্ঘ ১৭ বছরের নির্যাতন-নিপীড়ন ও আন্দোলন সংগ্রামের পর আজকের এই দিন এসেছে। এখন আমাদের লক্ষ্য—গণতান্ত্রিক উপায়ে ধানের শীষের বিজয়ের মাধ্যমে ২৯৯ নং আসনটি খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেওয়া।তাই তিনি দলের সকল নেতাকর্মীদের প্রতি ভেদাভেদ ভুলে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে বলেন- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে বিজয় অনিবার্য।”
দীপেন দেওয়ান আরও বলেন, “আমি যদি জনগণের ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি, তাহলে বাঘাইছড়ি উপজেলার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। বাঘাইছড়িকে নতুন রূপে, ভিন্ন আঙ্গিকে গড়ে তুলব।”
এসময় সমাবেশে বক্তারা বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তার পক্ষে সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাই সবাকে সচেতন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলবল নির্বিশেষে বিগত দিনের ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে ২৯৯ নং সংসদীয় আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক জিয়াকে উপহার দিবো।”
সমাবেশে বক্তারা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে সংগঠনের নেতাকর্মীদের সজাগ ও প্রস্তুত থাকার আহ্বান জানান এবং নির্বাচনে অনিশ্চয়তা দেখা দিলে গণআন্দোলনের মাধ্যমে এর জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর সবুরের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন ও সদস্য সচিব উমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, বিএনপি নেত্রী মৈত্রী চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টু, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন বাবু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক এস. এম. শফিউল আজম,উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, মজিবুল হকসহ জেলা ও উপজেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


















