কাপ্তাই উপজেলা পরিষদ সভাকক্ষ কিন্নরী’তে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এসময় কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটাঃ এর সহকারী পরিচালক উপেন্দ্রনাথ হালদার, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় খাগড়াছড়িতে চলমান সহিংসতা যেন কাপ্তাই উপজেলায় প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়ে আলোচনা আইনশৃঙ্খলা বাহিনীর সহ সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলা হয়। সেই সাথে শারদীয় দুর্গা পুজা যাতে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সকলের সহযোগিতা কামনা করা হয়। শারদীয় উৎসব উপলক্ষ্যে লোডশেডিং না দেওয়ার জন্য পিডিবি কে অনুরোধ জানানো হয়।