পবিত্র কোরআন অবমাননাকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কক্সবাজারের ঈদগাঁও ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে বাজারের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাস স্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে পুনরায় ষ্টেশনের পুলিশ বক্সের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানেই এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ রমজান আলী ও যুগ্ম সম্পাদক হাফেজ মুবিনুল ইসলাম।
বিক্ষোভকারীরা ‘পবিত্র কোরআনের অপমান, সইবে না রে মুসলমান,’ ‘কোরআন অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই,’ এবং ‘ফাঁসি চাই, ফাঁসি চাই—অপূর্ব পালের ফাঁসি চাই’ স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। তাদের হাতে ছিল পবিত্র কোরআনের অবমাননার প্রতিবাদ সম্বলিত ব্যানার ও ফেস্টুন।
সমাবেশে বক্তারা বলেন, পবিত্র কোরআন হলো মুসলমানদের হৃদয়ের স্পন্দন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল কর্তৃক কোরআন অবমাননার ঘটনা কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের অনুভূতিতে চরম আঘাত হেনেছে। তারা এই জঘন্য কাজের তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ আরও বলেন, দেশে বারবার এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটলেও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে তা বন্ধ হচ্ছে না। বক্তারা অবিলম্বে অভিযুক্ত অপূর্ব পালের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একইসাথে, ভবিষ্যতে যাতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার সাহস না পায়, সেজন্য কঠোর আইন প্রণয়নেরও আহ্বান জানান তারা।