কক্সবাজারের ঈদগাঁওয়ে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত কক্সবাজার-৩ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকায় দিনমজুর নুরুল ইসলামের বাড়ি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, ধৈর্য ধারণের আহ্বান জানান এবং আর্থিক সহযোগিতা করেন। পরে তিনি একই এলাকার আবু বকর ছিদ্দিক বালিকা দাখিল মাদরাসা পরিদর্শন এবং সমাজ সেবক অসুস্থ আব্দু শুক্কুরের শারিরীক খোঁজ খবর নেন।
এসময় জামায়াত নেতা নুরুল হক নুর, লায়েক ইবনে ফাজেল, মেম্বার গিয়াস উদ্দিন, জামায়াত নেতা আবু বক্কর, সমাজ সেবক নুরুল ইসলাম, ব্যবসায়ী আজিজুর রহমান, যুব নেতা আব্দুল মাজেদ, শিবির নেতা আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গতকাল বুধবার বিকেলে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মেহের ঘোনা গ্রামের মৃত হামিদ হোসেনের পুত্র রং মিস্ত্রি নুরুল ইসলামের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির সম্পুর্ন অংশ পুড়ে ছাই হয়ে গেছে।