প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ ২০২০ সালের ২৫ জানুয়ারি গঠন করা হয়। মাসিক ২০ হাজার টাকা ভাতার দাবিতে পরিষদের ব্যানারে মানববন্ধন, সভা সমাবেশ, অবস্থান কর্মসূচি পালন করা হয়।
প্রবীণ সাংবাদিক (মাসিক) সম্মানী ভাতা চালুর’ প্রস্তাবটি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ( সচিবালয় সভাকক্ষে) অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতভাবে চূড়ান্ত হয়েছে গতকাল ৯ অক্টোবর ২০২৫ইং তারিখে। ৬৫ বয়সোর্ধ্ব প্রত্যেক সাংবাদিক মাসে ১০ (দশ) হাজার টাকা সম্মানী ভাতা পাবেন।
এ জন্য সংগঠনের পক্ষ থেকে সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম করম আলী ও সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালাম সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, উপ-সচিব বিশেষ করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি মোহাম্মদ আব্দুল্লাহ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।