রাঙামাটি রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান উৎসব উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১২ অক্টোবর) শনিবার সকাল ১১টা উপজেলা মডেল মসজিদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর জিয়াউর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস, রাজস্থলী কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রজ্ঞা প্রিয় ভান্তে, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে রাজস্থলীতে প্রতি বছর ব্যাপক আয়োজন হয়। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বৌদ্ধ সম্প্রদায়ের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় আসন্ন কঠিন চীবর দান উৎসবকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষা, পরিবেশের নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান বলেন,“রাজস্থলী একটি সম্প্রীতির উপজেলা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।”
আলোচনা শেষে উপস্থিত সকলে উৎসব সফলভাবে সম্পন্ন করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।