গত ১১ অক্টোবর শনিবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভার সাবেক প্রচার সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল ফকিরের মাতা মোছাম্মৎ জারিয়া বেগম (৬৯) সন্ধ্যা ৬:৪৫ মিনিটের সময় ও পিতা আবদুল মাবুদ (৮২) রাত ১১-৪৫ মিনিটের সময় একই রাতে দুই জনই নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেযান।
আজ ১২ অক্টোবর রবিবার সকাল ১১ টায় দুই জনের জানাযার নামাজ একসাথে চন্দনাইশ পৌরসভার মাঠে অনুষ্ঠিত হয়। নামাজের জানাযায় ইমামতি করেন চন্দনাইশ উপজেলার প্যানেল চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলায়মান ফারুকী। তাদের ইন্তেকালে আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ পৌরসভার সভাপতি মাওলানা মনিরুল হক, সহ সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভার সভাপতি মাওলানা আবু তালেব, সাধারণ সম্পাদক মাজহার হেলাল শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।