রাঙামাটিতে হঠাৎ অবৈধ যানবাহনে অভিযান চালিয়েছে পুলিশ। বিশেষ করে নাম্বারবিহীন সিএনজি, নাম্বারবিহীন মোটরসাইকেল, হেলমেট ছাড়া তিন জন মোটরসাইকেলে চড়া ও বাস,ট্রাক ও কার নোহা গাড়ির ফিটনেস আছে কিনা তা পর্যাবেক্ষণ করে দেখছে জেলা ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশ।
রবিবার সকালে শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপাস্থ পুলিশ বক্সের সামনে পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার এর দিকনির্দেশনায় যানবাহনে অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম ও জেলা ট্রাফিক পুলিশ।
জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরে অবৈধ যানবাহন চলাচলের সংখ্যা বেড়ে গেছে। শহরের মধ্যে অবৈধ যানবাহন যানজট সৃষ্টি করে। শহরে মানুষের চেয়ে যানবাহন বেশী হয়ে গেছে।
অতিরিক্তি পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, জেলা পুলিশ অনেক বার যানবাহন সেক্টরে গাড়ির মালিক ও চালকদের সর্তক করার পরেও যেই লাও সে কদু। রোডে গাড়ি চালাতে হলে সকল আইন কানুন মেনেই গাড়ি চালাতে হবে। এ অভিযান চলাকালিন ৩-৪ টি নাম্বারবিহীন অবৈধ সিএনজি ও মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।