বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামমাটির বাঘাইছড়িতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খাগড়াছড়ি মেডিকেল সেন্টার (প্রাঃ) লিঃ এর পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ টায় হৃদয়ে বাঘাইছড়ির সহযোগিতায় মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিনামূল্যে চিকিৎসা এ সেবা কর্মসূচি আয়োজন হয়।
এ সময়ে খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের পরিচালক মোঃ নুরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল আনোয়ার হোসেন ভূইয়া (পিএসসি আর্টিলারি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমতুল্লাহ দেওয়ান,বিডি ক্লিন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোঃ কায়েস, হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহমুদুল হাসান সোহাগ সহ হৃদয়ে বাঘাইছড়ির সদস্যগন এবং জনসাধারণ।
অনুষ্ঠানের প্রধান অতিথি লেঃ কর্নেল আনোয়ার হোসেন ভূইয়া বলেন,বাঘাইছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি একটি মহতি উদ্যোগ, তাদের এই উদ্যােগকে স্বাগত জানাই। ভবিষ্যতে এই ধরনের উদ্যােগে আমার সর্বোচ্চ সহযোগিতার থাকবে।
চিকিৎসা সেবা কর্মসূচিতে ছিল বিশেষজ্ঞ চিকিৎসা দ্বারা পরামর্শ,ডায়াবেটিস পরিক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ নির্ণয়, ঔষধ বিতরণ, মাস্ক বিতরণ।