জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে রাঙামাটির কাপ্তাই উপজেলায় এইবছর শ্যামল কান্তি দে ও মোসাম্মৎ খালেদা আক্তার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। কাপ্তাই শিক্ষা বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।
শ্যামল কান্তি দে, বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মোসাম্মৎ খালেদা আক্তার, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
প্রসঙ্গত, প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে, একজন ক্রীড়া ও সংস্কৃতিমনা শিক্ষক হিসাবে সুপরিচিত। তিনি কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির একজন সাধারন সদস্য।
অপরদিকে প্রধান শিক্ষিকা মোসাম্মৎ খালেদা আক্তার একজন সংস্কৃতিমনা শিক্ষক হিসাবে এলাকায় বেশ সুপরিচিত। তিনিও কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সদস্য।
এদিকে যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এই বছর কাপ্তাইয়ে ১১ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব বাছাই করা হয়।