ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি।
রাঙামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে একুশের প্রথম প্রহর(১২ঃ১) মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী, আনসার সহ পাহাড়ি ও বাঙ্গালী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীগন এছাড়া সকালের সূর্য দয়ের সাথে সাথেই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ঢল নামে পাহাড়ি ও বাঙ্গালী সর্বস্তরের জনসাধারণের।
শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি সহকারী কমিশনার ভূমি মংসিংপ্রু মারমা, পৌর মেয়র জাফর আলী খান, ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা।
এছাড়া উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর সবুর, সাবেক কমান্ডার আজিজুর রহমান, উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা গন।
আলোচনা সভা শেষে চিত্রাঅঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।