মঙ্গলবার, মার্চ ২১News That Matters

রাইখালী ডলুছড়ি হেডম্যানের মাতৃ বিয়োগ

শেয়ার করুন:

রাজস্থলী প্রতিনিধি।

রাঙামাটি জেলার ২নং রাইখালী ইউনিয়নের ৩২২ নং ডলুছড়ি মৌজার সুইসাপ্রু চৌধুরী সহধর্মীনি ও বর্তমানে হেডম্যান  উবাথোয়াই চৌধুরী রিপন এর মাতা মিসেস রেরেমা চৌধুরী (৬৭)  পরলোকগমন করেছেন।

বুধবার রাত বাঙ্গালহালিয়ায় বড় ছেলে উথোয়াইচিং চৌধুরীর বাড়িতে হৃদক্রিয়া বন্ধ হয়ে  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি দীর্ঘ দিন ধরে রক্ত শুণ্যতা, ডায়াবেটিস, রক্তচাপসহ বিভিন্ন রোগ বিভিন্ন রোগে  ভুগছিলেন। তিনি ২ ছেলে ১ মেয়ে সহ পরিবারে আত্মীয় স্বজন রেখে গেছে।

তাঁর এই মৃত্যু খবর শুনে রাইখালী ইউনিয়নের ৩২২নং ডলুছড়ি মৌজা এলাকার স্থানীয় বাসিন্দা ও ৩২০ নং কাকড়াছড়ি মৌজা এলাকা স্থানীয় বাসিন্দারা শোক ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। এছাড়া স্থানীয় সমাজ সেবক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ  শোক জানিয়েছেন।

পরিবারিক সুত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় নিজের জন্মস্থান গ্রামের শ্বশানে ধর্মীয় রীতি অনুযায়ী তাঁকে দাহকর্ম সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *