জুলাই পুর্নজাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে শিশু শহিদদের স্মরণে রাঙামাটির কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জুলাই কেন্দ্রিক কবিতা, গান, নাচ এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীর শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ একরাম হোসেন। সহকারী শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যার সঞ্চালনায় এসময় স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, সহকারি শিক্ষক সুলতানা বেগম, ফাতেমা জামান চৌধুরী ও জান্নাতুল ফেরদৌস, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি নুরুল আফছার বাবুল, সদস্য মোঃ জাকির হোসেন সুমন সহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।