ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে সোমবার বিকাল ৫টা থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদের অভ্যন্তরীণ সকল প্রকার নৌ যান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোক জনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
২৩ অক্টোবর (সোমবার) দুপুরে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ঘূর্ণিঝড় সিত্রাং এর মোকাবেলা ও করনীয় লক্ষ্যে এক জরুরী সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া এ তথ্য জানান।
জরুরি সভায়, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাব বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় রাঙামাটির কাপ্তাই হ্রদে ২৩ অক্টোবর সোমবার বিকাল ৫টা থেক অভ্যন্তরীণ
সকল প্রকার নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা ও ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ে পাদদেশে ঝুঁকিপূর্ন বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়া জন্য অনুরোধ করা হয়েছে।
রাঙামাটি শহরে ৩০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও জেলার ৯টি উপজেলায় ঘূর্নিঝড়র মোকাবেলায় মেডিকেল ও উদ্ধারকারী টিম প্রস্তুত করা হয়েছে বলে জানা যায়।