৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাঘাইছড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ উদ্যোগে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলী, এবং পরিচালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশীদ হারুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী। প্রধান বক্তা ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ইউসুফ নবীর, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল সামাদ, সদস্য সচিব নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক কাজী নূর ইসলাম ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন রশিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরকে বাংলাদেশের ইতিহাসে সামরিক ও বেসামরিক জনতার ঐক্য ও জাতীয় চেতনার প্রতীকী দিন হিসেবে উল্লেখ করেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ভূমিকার কথা স্মরণ করেন।
নেতৃবৃন্দ বলেন, “৭ নভেম্বরের চেতনা হলো জাতীয় সংহতি, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধে দৃঢ় থাকা।” বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই চেতনা ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান।
সভায় উপস্থিত নেতাদের মাঝে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে পুনর্গঠন ও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়। তারা বলেন, “এ নির্বাচন দেশের ভবিষ্যৎ গণতন্ত্র নির্ধারণ করবে। তাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ ৭ নভেম্বরের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


















