“হাত ধোয়ার নায়ক হোন” — এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে মহালছড়ি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিদ্যালয় চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রহমত উল্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অনুপম শীল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা মল্লিক, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, স্থানীয় সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাত ধোয়ার অভ্যাস শিশুদের মধ্যে গড়ে তুলতে হবে পরিবার ও বিদ্যালয় থেকেই। নিয়মিতভাবে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে নানা সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। সুস্থ সমাজ গঠনে প্রতিটি শিশুকে “হাত ধোয়ার নায়ক” হতে হবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে পুরো বিদ্যালয় চত্বরে ছিল উৎসবমুখর পরিবেশ।


















