রাঙামাটির সিনিয়র সাংবাদিক একেএম জহুরুল হক আর নেই। রবিবার ২৯ মে রাত সাড়ে আটটার দিকে তিনি চট্টগ্রাম শহরের অক্সিজেন বালুছড়াস্থ তার ছেলের বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
জহুরুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থা, দি ডেইলি স্টার, নিউ এইজ, বাংলাদেশ অবজারভার এবং ইউএনবি সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন।
আট বছর পূর্বে ব্রেন স্ট্রোক করার পর থেকে পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় অসুস্থ জীবন-যাপন করছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে চার মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।