জুলাইয়ের সম্মুখসারির সংগ্রামী নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে ভারতীয় আগ্রাসনবাদী ও প্রশাসনের অবহেলাকে দায়ী করে রাজনৈতিক ভিন্নমত দমন নয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।
শুক্রবার রাতে শহরের কাঁঠালতলী হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপাস্থ পেট্রোল পাম্প এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান সচেতন ছাত্র সমাজ।
সমাবেশে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের আহবায়ক এম এ বাসার, এনসিপি রাঙামাটি জেলা যুগ্ন সমন্বয়কারী শহিদুল ইসলাম, এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সোলাইমান, পৌর জামায়াত নেতা আব্দুস সালাম, ছাত্র অধিকার পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি ইমাম হোসেন ইমু, পার্বত্য চট্রগ্রাম সমঅধিকার আন্দোলন রাঙামাটি জেলার আহ্বায়ক কামাল উদ্দিন ও এডভোকেট কামাল হোসেন সুজন, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শহিদুল ইসলামসহ আরো অনেকে।
বক্তারা বলেন, হাদি’র অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এই ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমরা মনে করি ভারতের ইন্ধনেই হাদি’র উপর গুলি বর্ষণ করা হয়েছে। একইসাথে যারা চাঁদাবাজির সাথে জড়িত তাদের ইন্ধনেই এই কাজ সংগঠিত হয়েছে।
জানা যায়, আজ দুপুর আড়াইটায় ঢাকাস্থ নয়াপল্টন বিজয় নগর এলাকায় হঠাৎ করে দুর্বৃত্তরা তাকে অতর্কিত ভাবে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বিভিন্ন সূত্রে জানা যায়, হাদি’র অবস্থা সংকটাপন্ন।


















