আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের ভোটদানে উৎসাহিতকরণ ও গণভোেট সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ভোটালাপ অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় কাপ্তাই উপজেলার সাক্রাছড়ি হাই স্কুলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, ভোটদান একটি নাগরিক অধিকার। প্রত্যেকেই তাঁর নিজস্ব মতবাদ ভোটের মাধ্যমে প্রতিফলন ঘটায়। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সরকার প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগে সব কিছু ব্যবস্থা গ্রহন করছেন।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।


















