কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র পরিচালনা কমিটির প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এ বৈঠকে নির্বাচনের কৌশল এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে দিকনির্দেশনামুলক পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির প্রধান নুরুল আলম ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সাবেক মেম্বার জসীম উদ্দিন।
এসময় ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বৈঠকে কেন্দ্র রক্ষা এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কেন্দ্র পরিচালনা কমিটির কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একইসাথে কেন্দ্র রক্ষা কমিটি গঠন এবং সাধারণ মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধির জন্য দিকনির্দেশনা দেয়া হয়।


















