ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক পরিচালিত রাঙামাটি সচেতন নাগরিক কমিটি (সনাক) এর ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) টিমের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দলনেতা হিসেবে মোস্তফা কামাল রাজু, ডেপুটি লিডার হিসেবে খাদিজা রাহমান মিতু এবং সোহেল দেওয়ান নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাঙামাটি সনাক কার্যালয়ে ইয়েস টিমের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে আগামী ছয় মাসের জন্য তারা দায়িত্ব পান। উল্লেখ্য, নির্বাচিত তিনজনই পূর্ববর্তী মেয়াদেও ইয়েস টিমের নেতৃত্বে ছিলেন এবং এবারও সদস্যদের ভোটে পুনরায় নির্বাচিত হন।
নির্বাচন অনুষ্ঠানে রাঙামাটি সনাকের সদস্য মোহাম্মদ আলী এবং টিআইবি রাঙামাটি সনাকের এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমা উপস্থিত ছিলেন।
ইয়েস টিম দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, তরুণদের মধ্যে সততা ও সুশাসনের মূল্যবোধ জাগ্রত করা এবং দুর্নীতিবিরোধী আন্দোলনে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন প্রচারাভিযান, গবেষণা, কর্মশালা ও সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে।
নির্বাচিত হয়ে ইয়েস টিমের দলনেতা মোস্তফা কামাল রাজু বলেন, পুনরায় আমাকে নেতৃত্ব দেওয়ার জন্য ইয়েস টিমের সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে আগামী ছয় মাস আমরা দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে কাজ করে যাব।

















