রাঙামাটিতে ৫টি চোরাই মোটরসাইকেলসহ সিন্ডিকেট চক্রের ৫ চোর গ্রেফতার। রাঙামাটি জেলা পুলিশের এটি একটি সফল অভিযান।
বুধবার বিকালে কোতয়ালী থানার সামনে উদ্ধারকৃত ৫টি মোটরসাইকেল ও সিন্ডিকেট চক্রের ৫ চোরকে হাজির করে প্রিন্ট এন্ড ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে বিস্তারিত তুলে ধরেন সদর (সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম।
তিনি বলেন, গত ২৬ নভেম্বর ২০২২ রাতে শহরের রাঙ্গাপানি এলাকায় পাকিং করা অবস্থায় তালা কেটে দু’টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় গাড়ির মালিক থানায় মামলা করলে ওই মামলার সূত্র ধরে মোটরসাইকেল চোর মিজানকে গ্রেফতার করে পুলিশ। পরে চোর মিজানের দেওয়া তথ্য মতে পরবর্তীতে সুযোগ্য পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) এর নির্দেশনায়, আমি অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম এর সার্বিক তত্ত্বধানে এবং কোতয়ালী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি আরিফুল আমিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আফজাল হোসাইন, এসআই তানভরিুল হক চৌধুরী, এসআই ক্য লাহ চিং মারমা, এসআই চয়ন দাশ ও সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত মোটরসাইকেল চোরদের গ্রেফতার করা হয়।
কুমিল্লা জেলা থেকে ৪জন চোরকে গ্রেফতার করা হয় তারা হলেন-মোঃ রুবেল(২৫), মোঃ ওসনমান, মোঃ মুরাদ ও রিয়াদুল ইসলাম সিয়াম(২০)এবং চট্টগ্রাম থেকে চোর শহিদুল ইসলাম (২২)কে গ্রেফতার করা হয়।
মোটরসাইকেল চোরদের পরিচয়-শহিদুল ইসলাম, পিতা জসিম উদ্দিন, সাং-হাসপাতাল এলাকা, পৌরসভার ৯নং ওয়ার্ড, কোতয়ালী, রাঙামাটি পার্বত্য জেলা। মোঃ রুবেল, পিতা মৃত-গিয়াস উদ্দিন, সাং-নারায়ন দা, থানা-তিতাস, জেলা-কুমিল্লা। মোঃ ওসমান, পিতা-সোয়াব মিয়া, সাং-ঘোড়াময়দা, থানা-নাঙ্গল কোর্ট, জেলা- কুমিল্লা। মোঃ মুরাদ, পিতা-মাহবুব আলম বাচ্চু, সাং- মাইজপাড়া, থানা-বন্দর সিএমপি, চট্টগ্রাম ও রিয়াজুল ইসলাম ওরফে সিয়াম, পিতা-মোঃ দিদারুল ইসলাম, সাং-সল্টগোলা, থানা-বন্দর, জেলা- চট্টগ্রাম।
উদ্ধারকৃত মোটরসাইকেল গুলো হলো-পালসার ২টি-১৫০ সিসি, সুজুকি জিক্সার, বাজাস পালসার-১৫০ সিসি, টিভিএস প্রো-১টি, ইয়ামাহা এফ জেট ভিটু ১টি ও ইয়ামাহা পেইজার ১টি। মোট ৭টি মোটরসাইল উদ্ধার করা হয়েছে।