মহালছড়ি পেশাজীবী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে সদর ইউনিয়ন মিলনায়তন কক্ষে ১৭ জানুয়ারী (শনিবার) বিকাল ৩:০০ ঘটিকায় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ মোজ্জামেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর মোঃ নুরুল আবসার, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মোশারফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শিউলি বিশ্বাস।
মহালছড়ি মধ্য আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুমং মারমার সভাপতিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহালছড়ি জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্রকামী মানুষের আস্থার প্রতীক। তাঁর নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের মধ্যে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জুগিয়েছে।
অন্য বক্তারা বলেন, আজকের প্রজন্মের জন্য বেগম খালেদা জিয়ার আদর্শ, সাহসিকতা ও নেতৃত্ব অনুসরণ করা অত্যন্ত জরুরি। তাঁর দেখানো পথেই গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
স্মরণসভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


















