রবিবার, মার্চ ২৬News That Matters

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটি যুবলীগের প্রতিবাদ সমাবেশ

শেয়ার করুন:

 

নিজস্ব প্রতিবেদক।

বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটি শহরের মধ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামী যুবলীগ।

শনিবার সকালে পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপাস্থ বিএম শপিং কমপ্লেক্সের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জেলা যুবলীগ সভাপতি ও মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, যুবরীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, সদর উপজেলা যুবলীগের সভাপতি হাজি মোঃ মুছা, যুবলীগের সহ-সভাপতি শফিউল আজম, মোঃ সেলিমসহ আরো অনেকে।

বক্তারা বলেন, দেশ বিরোধী চক্র বিএনপি জামাত দেশে চরম ষড়যন্ত্র করছে। এখনই সময় বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আগামীতে সকল নেতাকর্মীকে সচেতন থাকার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *