“উদ্ভাবনী কাজে লাগাই- ম্যালেরিয়া রোধে জীবন বাঁচাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাইয়ে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর উদ্যোগে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম ও হিল ফ্লাওয়ার এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি র্যালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে শুরু হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে আবারোও স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
র্যালি শেষে স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।
স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহনেওয়াজ হাসানের সভাপতিত্বে কাপ্তাই উপজেলা ব্রাকের ব্যবস্থাপক সঞ্জয় চাকমার সঞ্চালনায় এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মেজবাহ উদ্দিন, ডাঃ তৌফিক এনাম ও চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।