সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতেও পালন করা হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনি মধ্যে দিয়ে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে জেলার সর্বস্থরের সাধারণ মানুষ।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। এর পরপর জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলার সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ জেলার সর্বস্থরের সাধারণ মানুষ।
পুষ্পমাল্য অর্পণ শেষে চিং হ্লা মং মারি স্টোডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের সালাম গ্রহন করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। পরে রাঙামাটি মারী স্টেডিয়ামে জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। এ উপলক্ষে পুলিশ, এপিবিএন, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম।
বক্তৃতায় জেলা প্রশাসক ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত ও নিহত আন্দোলনকারীদেরও স্মরণ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধা পরিবারকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়


















