সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

নির্বাচন ঘিরে বাঘাইছড়িতে বিজিবির মাঠপর্যায়ের প্রস্তুতি

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ১৯, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত ও প্রস্তুতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণে মারিশ্যা জোনের আওতাধীন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। সোমবার (১৯ জানুয়ারি) তিনি দায়িত্বপূর্ণ এলাকার একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর উদ্যোগে শিক্ষামূলক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এ কর্মসূচির আওতায় বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়, নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রূপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম বরাদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৬৮৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে মারিশ্যা জোন সদরে মাতাব্বর পাড়া ছাত্র সংঘের আয়োজিত ওয়াজ মাহফিলের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। একইসঙ্গে বাঘাইছড়ি পৌরসভায় সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে সংশ্লিষ্ট পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকটও নগদ ৫ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়।

এ বিষয়ে জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি সমাজের শিক্ষা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি আরও জানান, পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: