বিলাইছড়িতে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বা গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করলেন অধিনায়ক ৩২ বীর,বিলাইছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল কাজী শাহীন কবির পি এস সি।
তিনি বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টায় নিজ জোনে এই সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন মেজর এ কে এম রিয়াজুল আহসান পি এস সি,উপ -অধিনায়ক ৩২ বীর, ক্যাপ্টেন মোঃ রিয়াসাত বিন ফেরদৌস কোয়ার্টার মাস্টার ৩২ বীর, ক্যাপ্টেন তাহজিদ তাসনিফ রিহাত, আর এম ও বিলাইছড়ি জোন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা,অর্থ সম্পাদক অসীম চাকমা, সদস্য মনু মার্মা, মো. আলী আজগর, বাংলাদেশ বেতার উপজেলা প্রতিনিধি মো. মোজাফফর আহমদ আফজাল, দৈনিক মানব কন্ঠ উপজেলা প্রতিনিধি প্রণয় জ্যোতি দেওয়ান।
এতে জোন কমান্ডার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক পরিস্থিতি ও আইন- শৃঙ্খলা বিষয়ে জানতে চাইলে উপজেলার শান্তি – শৃঙ্খলা ও উন্নয়নের পাশাপাশি, শিক্ষা, যোগাযোগ, দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্কের সুবিধা এবং সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে মতামত ব্যক্ত করা হয়।


















