কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণ দল গঠন করা হয়েছে। বুধবার( ২৮ জানুয়ারি) সকাল ১০টায় রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে এবং গ্লোবাল এফায়ারস কেনেডিয়ান সরকারের অর্থায়নে জীববৈচিত্র্য ও প্রকৃতি পরিবেশ সংরক্ষণ দল গঠন করা হয়।
উপজেলা বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর বকুল তঞ্চঙ্গ্যার সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুজয় বিকাশ চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই রেঞ্জের রাম পাহাড় বিটের ডেপুটি রেঞ্জার টিপু তালুকদার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো কবির হোসেন, মহিলা কারবারি সাচিংমা মার্মা এবং ইউপি সদস্য নবীন কুমার তনচংগ্যা।
পরে আগত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ১৫সদস্য বিশিষ্ট প্রকৃতি দল গঠন করা হয়।এতে সভাপতি সুচিত্রা তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি এলি মার্মা, সম্পাদক সাচিংপ্রুসহ এবং ১২জনকে সদস্যকে নিয়ে কার্যকরী কমিটি গঠন করা হয়।


















