অলিয়ে কামেল, কুতুব-ই-আলম, গাউছে জামান, মাহবুবে এলাহী হযরত মাওলানা ছৈয়দ জিম্মাহ আজিম মোহাম্মদ শাহ (রহ.)এর বার্ষিক ওরশ শরীফ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওরশ ও কমপ্লেক্সের পরিচালনা কমিটির আয়োজনে ২৭ জানুয়ারী, ১৩ মাঘ ও ৭ শা’বান মঙ্গলবার চন্দনাইশ উপজেলার বরকল পূর্ব পাঠানদন্ডীস্থ মাজারের মাঠ প্রাঙ্গণে এ মহতি অনুষ্ঠানের কর্মসূচিসমুহ পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কোষাধ্যক্ষ ও পাঠানদণ্ডী তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া আলিম মাদরাসার সভাপতি আলহাজ্ব মো. কমর উদ্দিন (ছবুর)। উদ্বোধক ছিলেন বরকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহের মিয়া। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী। প্রধান ওয়ায়েজ ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফাসির কুরআন হযরতুলহাজ্জ্ব আল্লামা হাফেজ মোহাম্মদ কাজী আব্দুল আলিম রেজভী (মা.জি.আ.)। বিশেষ ওয়ায়েজিন ছিলেন পাঠানদণ্ডী তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোর্শেদুল হক আনোয়ারী, বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী গাউসিয়া হক ভান্ডারী ইসলামিয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা গিয়াস উদ্দিন আল-কাদেরী, অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ বখতিয়ার হামিদ আল-কাদেরী, মাওলানা মুহাম্মদ মোরশেদুল আলম আল-কাদেরী, হাফেজ মাওলানা ফয়সাল হামিদ ক্বাদেরী, মাওলানা সাইদুর রহমান ক্বাদেরী, মাওলানা আলহাজ্ব মুহাম্মদ আলী আক্কাস, মাওলানা আবদুল হাকিম আল-কাদেরী।
কমপ্লেক্স কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও ঠিকাদার মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল হাই মেম্বার ও অর্থ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওরশ ও কমপ্লেক্স পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহাদুর মিয়া মাস্টার, মোহাম্মদ আব্দুল হাই, মোঃ সেলিম উদ্দিন ঠিকাদার, মোঃ কুতুব উদ্দিন (ছোটন), ছৈয়দ আবু সিদ্দিক (বাবুল), হাজী আব্দুল করিম, আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম, বাদশা মিয়া, শরফুদ্দিন চৌধুরী (কাজল), শহীদুল ইসলাম সওদাগর, মোঃ আখতার হামিদ আজাদ, মোঃ হাবিবুর ইসলাম (হৃদয়), মহিউদ্দিন (রুবেল), ছৈয়দ নাঈম উদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ আবদুল্লাহ মাল মারুফ, মাওলানা আব্দুল হাকিম, মোঃ জাফর মিয়া, মোঃ নূরুল আলম (ভুথো), মোঃ কুতুব উদ্দিন, মোঃ মুফিজুল আলম, মোঃ নূরুল আনোয়ার (খোকন), মোঃ নূরুল আলম (প্রবাসী) মোঃ হারুনুর রশীদ হারুন, মোঃ ফোরকান হামিদ আজাদ, মোঃ আকতার কালাম, মোঃ মাইন উদ্দিন (মানু), মোঃ তৌহিদুল আলম (ভুট্টো) প্রমুখ।
এতে মাজার জেয়ারত, পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন, ওয়াজ ও মিলাদুন্নবী (দ.) মাহফিল, মোনাজাত এবং তাবারুক বিতরণ ইত্যাদি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এ পবিত্র ওরশ ও মিলাদুন্নবী (দ.) মাহফিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বহু মানুষের সমাগম ঘটে।


















