রাঙামাটির রাজস্থলী উপজেলায় নানান আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার দিনের শুরুতেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
পরে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার পাশাপাশি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
পরে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুচকাওয়াজের সূচনা করা হয়। এতে পুলিশ বাহিনী, আনসার বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অংশ নেন। এরপর মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী করা হয়।
এরপর আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু ছালেহ, থানার ওসি জাকির হোসেন উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা- কর্মচারি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র- ছাত্রীগণ।