রাঙামাটির প্রতিবন্ধী স্কুল ও পূর্নবাসন কেন্দ্র থেকে সাইমা আক্তার ও শক্তিমান তঞ্চঙ্গা পেল প্রধানমন্ত্রীর কাছ থেকে ১ লক্ষ টাকা করে ছবি আঁকা বাবদ অনুদান।
অটিস্টিক ও শাররিক প্রতিবন্ধী শিশু শিল্পী কর্তৃক আঁকা বাবদ সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের ২ বাক প্রতিবন্ধী ২০২২ অর্থ বছরে এই অনুদান পেয়েছেন।
স্কুল কর্তৃক পক্ষ জানান, ২০২১ অর্থ বছরেও উক্ত প্রতিবন্ধী স্কুল থেকে বাক ও শ্রবন প্রতিবন্ধী রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্র থেকে শাহরিয়ার করিম পাভেল, শ্যামলী চাকমা ও মোঃ কামরান ছবি এঁকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ লক্ষ টাকা করে অনুদান পেয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও ঢাকা কর্তৃক জানাগেছে, এবারও রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্র থেকে বাক ও শ্রবন প্রতিবন্ধীদের আঁকা বিভিন্ন ছবি প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এবং চিঠিতে বলা হয়েছে আগামী ২০ মে ২০২২ তারিখের মধ্যে প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি পাঠাতে হবে।
এদিকে বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের বাক প্রতিবন্ধী শিশু সাইমা আক্তার ও তার মা এবং প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার জেলা প্রশাসকের সাথে সাইমা আক্তার বেশ কিছু আঁকা ছবি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বাক প্রতিবন্ধী শিশু সাইমার আঁকা ছবি দেখে অবাক হন। বাক প্রতিবন্ধীর সাথে আকার ইঙ্গিতে কৌশল বিনিময় করেন। জেলা প্রশাসক যে কোন সহযোগিতায় সাইমার প্রতি দৃষ্টি রাখার কথা বলেন।
রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক এবং জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবছার বলেন, ২০২১ সাল থেকে জাতীয় পর্যায়ে ছবি আঁকা প্রতিযোগিতায় রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্রের বাক ও শ্রবন প্রতিবন্ধী শিশুরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ লক্ষ টাকা করে মোট-৫জন শিশু ৫ লক্ষ টাকা অনুদান পেয়েছে।