কাপ্তাই কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজে উন্নমন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্ এর আয়োজনে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) এইডস এবং ডিজিটাল নিরাপত্তা ও সোশ্যাল মিডিয়া সুরক্ষা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সেমিনার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলি সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবু তালেব ও অধ্যাপক পলাশ মুৎসুদ্দী। উপস্থিত ছিলেন আশিকা রাঙ্গামাটি এমপাওয়ামেন্ট প্রজেক্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা মি. সুব্রত খীসা, সহকারী প্রকল্প কর্মকর্তা দীধিতি চাকমা ও সুমেধ চাকমা প্রমুখ।
এতে এইচআইভি ভাইরাস, এইডস ও সোশ্যাল মিডিয়ার সুরক্ষা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হতে পরামর্শ দিয়ে অধ্যক্ষ সিরাজউদ্দিন বলেন, ‘বর্তমান ডিজিটালাইজেশনের যুগে মানুষের জানার পরিধি যেমন বেড়েছে তেমনি একে কেন্দ্র করে নানান সমস্যাও ঢুকে পড়েছে। এইডসের মতো ভয়াবহ মারণঘাতী রোগ যেমন করে হানা দিয়েছে তেমনি করে আধুনিক তথ্য প্রযুক্তির অপব্যবহার জনজীবনকে করে তুলেছে অতীষ্ট। এ সমস্যা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে জনসচেতনতা।’
এতে এইডস ও সোশ্যাল মিডিয়া সুরক্ষা বিষয়ে দুটি ডকুমেন্টারি উপস্থাপন করেন মি. সুব্রত খীসা। পরে নারী ও কন্যাশিশুর উপর সংহিসতা বন্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাশ্ববর্তী কলেজ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।


















