রাঙামাটি শহরের ৫ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে রাঙামাটি পুলিশ। শনিবার সকালে রাঙামাটি কোতয়ালী থানায় এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, মোহাম্মদ শাহ ইমরান, শাহনেওয়াজ রাজু, মো জাহেদুল ইসলাম, কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার বলেন, সারা দেশের ন্যায় রাঙামাটিতেও শীতের তীব্রতা বেড়েছে। এর কারণে নিম্ন আয়ের মানুষ কষ্ট পাচ্ছে। এসব মানুষদের পাশে দাঁড়াতে পুলিশের এ উদ্যোগ। এসব মানুষের পাশে যেন জেলার বিত্তবানরা পাশে দাঁড়ানোর আহবান জানান।