রাঙামাটির নানিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। এ উপলক্ষে আজ (১৩ অক্টোবর, শনিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেনজির আলম।
এসময় সম্প্রতি ঝড়ের কবলে নৌকা ডুবিতে নিহত ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা— এই দুই পরিবারের মাঝে ২৫ হাজার টাকার অনুদান চেক। এছাড়া ঐ ঘটনায় বেঁচে যাওয়া ৪ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে চেক হস্তান্তর করেন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।