রাঙামাটির নানিয়ারচরে কাল বৈশাখের ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। সদর ইউনিয়নে তিনটি টিনশেড ঘর ভেঙ্গে পড়েছে। এছাড়া পাঁচটি টি ঘরের আংশিক ক্ষতি হয়েছে।
বুধবার সকাল হতে রাত পর্যন্ত নানিয়ারচরে মেঘাচ্ছন্ন আকাশ,গুড়ি গুড়ি ও প্রচন্ড ঝড় এবং বাতাস বইতে থাকে এতে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙ্গে যাওয়া সড়কে কাদা জমা, ঘরবাড়ি ভাঙ্গা সহ বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়।
নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পী চাকমা জানায়, তার ইউনিয়নের চিল্লাতলী গ্রামে ঝড়ের কারনে ঘরের উপর আম গাছ ভেঙ্গে পড়ে ফলে তিনটি টি ঘর সম্পূর্ণ ভেঙ্গে যায় এবং বাতাসের প্রকোপে পাঁচটি ঘরের চাউনী উড়ে যায় এবং আংশিক ক্ষতিগ্রস্থ হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।