বান্দরবানের সিসিডিবি ও রাঙামাটি জেলার শান্তি উন্নয়ন কর্মসূচী কর্তৃক আয়োজিত সংস্থার এম্পাওয়ারিং ওমেন থ্রো কমপ্রিহেনসিভ পোভারটি রিডাকসন পোগ্রাম পেইজ ৫ প্রকল্পের ২০২১-২০২৪ অর্থবছরের কার্যক্রম সম্পর্কিত অবহিতকরণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
১৭ মে মঙ্গলবার রাজস্থলী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ। সভাপতিত্ব করেন রাঙামাটি জেলার শান্তি উন্নয়ন কর্মসুচির উপ পরিচালক নিরুপন চাকমা। অনুষ্টিত সভায় ইউ এন ও শান্তনু কুমার দাশ বলেন,
সিসিডিবি প্রত্যান্ত অঞ্চলে দুস্থ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে তাদের কে আত্মনির্ভরশীল হয়ে উঠার জন্য বিভিন্ন জনসম্পৃত্ত উন্নয়ন মূলক কর্মসূচী বাস্তবায়নে কর্মশালা পরিচালনায় সহযোগিতা করে আসছে। পাশাপাশি রাঙামাটির শান্তি উন্নয়ন কর্মসূচী মানুষের কল্যাণে প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বান্দরবান সিসিডিবি প্রোগ্রাম অফিসার উর্মি চৌধরীর সঞ্চলনায় প্রেজেন্টেশন করেন এরিয়া ম্যানজার ( ভাঃ) সিসিডিবি হ্লামংপ্রু মারমা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা, মাহবুব আলম রনি, যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি চিরনচিৎ চাকমা, সাংবাদিক আজগর আলী খান সহ উপকার ভোগী নারী ও এনজিও সংস্থার প্রতিনিধিগণ।

 
         
                     
  







 
                                     
                                    








