রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের কলেজ পাড়া পাড়াকেন্দ্রে বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই তথ্য অফিসের সহকারি তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ভিডিও কলে সরকারের উন্নয়ন, মেট্রোরেল, পদ্মাসেতু, আশ্রয়ণ প্রকল্প, কমিউনিটি ক্লিনিক প্রভৃতি বিষয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর এর উপ পরিচালক ( মাঠ প্রচার) ফাহিমা জাহান।
এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের ১০ টি বিশেষ উদ্যোগ, ভিশন ২০৪১ বিষয়ে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প কাপ্তাইয়ের মাঠ সংগঠক রত্না প্রভা চাকমা।
বৈঠকে আরোও বক্তব্য রাখেন পাড়াকেন্দ্র শিক্ষক শম্পা আক্তার। এসময় অর্ধ শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।