অদ্য ০৬ মে ২০২৫ খ্রিঃ রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়সহ উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ বিদায়ী পুলিশ কর্মকর্তার সাথে রাঙ্গামাটি পার্বত্য জেলায় কর্মকালীন সময়ের বর্ণাঢ্য পেশাগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। যার মাধ্যমে বিদায়ী কর্মকর্তার সফল কর্মময় জীবন ফুটে উঠে। কর্মময় জীবনে তিনি একজন সৎ, দক্ষ, অনুগত, গুণী এবং মানবিক কর্মকর্তা হিসেবে বেশ পরিচিত ছিলেন।
পরে পুলিশ সুপার মহোদয় রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।