সোমবার , ৩০ মে ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়ি পৌর নির্বাচনে নাগরিক পরিষদের মেয়র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা খাজা

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মে ৩০, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ব্যানারে সতন্ত্র পার্থী হয়ে নির্বাচন করছেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা।

এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ বিএনপি নেতা কর্মীদের মধ্যে। অনেকে আবার প্রশ্ন তুলছেন একজন ব্যাক্তির কয়টি রাজনৈতিক পরিচয় থাকে। কেন না পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা বিএনপি থেকে পদত্যাগ না করেই পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ব্যানারে নির্বাচন করছেন।

বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক নিজাম উদ্দিন বাবু বলেন, দায়িত্বশীল পদে থেকে দলীয় সিদ্ধান্ত অমান্য করা দুঃখ জনক, জেলা কমিটির সাথে কথা হয়েছে দ্রুত তার বিষয়ে ব্যাবস্থা নেয়া হবে।

উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয় বিএনপির স্পষ্ট নির্দেশনা রয়েছে এই সরকারের অধিনে স্থানীয় ও জাতীয় কোন প্রকার নির্বাচনে অংশ নিবেনা জাতীয়তাবাদী দল বিএনপি।

কিন্তু বাঘাইছড়ি পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা ও যে সকল বিএনপি নেতা পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের বিষয়ে অবশ্যই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সাধারণ বিএনপি নেতা কর্মীরা তাদের বিষয়ে দ্রুত্ব পদক্ষেপ নিতে জেলা নেতৃবৃন্দদের অনুরোধ করবো।

উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ আজগর আলী বলেন আমরা কেন্দ্রীয় বিএনপির নির্দেশনার আলোকে সকল প্রকার নির্বাচনী পচার পচারনা থেকে দূরে আছি, দায়িত্বশীল পদে থেকে রহমত উল্লাহ খাজার এমন কান্ডে ছাত্রদল নেতাকর্মীরা অবাক হয়েছে।

উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন বলেন রহমত উল্লাহ খাজা নিজেকে বিএনপির পরিচয় দিলেও বিএনপির কোন নেতাকর্মী নির্বাচনী পচারনায় তার সাথে নেই, তার এমন সিদ্ধান্তের কারণে সাধারণ বিএনপি কর্মীরা প্রশ্নবিদ্ধ হয়েছি।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বাঘাইছড়ি কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, রহমত উল্লাহ খাজার পার্থী হওয়ার বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নাগরিক পরিষদের কোন সিদ্ধান্ত নেয়া হয়নি সে বিএনপিরও নেতা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা ও কেন্দ্রীয় কমিটি তাকে সমর্থন দিয়েছে শুনেছি, নির্বাচনে এমন দলীয় পার্থী বাছাইয়ের কারণে আমরা সাধারণ জনেগনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি।

সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সোহেল বলেন, রহমত উল্লাহ খাজার নাগরিক পরিষদে পদ পদবী নিয়ে আসার আগে তার সাথে এই সংগঠনের কোন সম্পৃক্ততা ছিলো না। সে কিভাবে জেলা উপজেলা ও কেন্দ্রীয় পদে সংযুক্ত হয়েছে সেটাও আমাদের জানা নেই, পাহাড়ে আঞ্চলিক সংগঠন করে ৮ টি মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি কিন্তু যখন কমিটি গঠন করা হয় তখন আমাদের স্থান হয় পেছনে, পৌরসভা নির্বাচনে মেয়র পদে যাকে মনোনীত করা হয়েছে তিনি বিএনপিরও নেতা, তার পরেও সংগঠনের মায়ায় কাজ করে যাচ্ছি।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি সাব্বির আহম্মেদ বলেন পার্থী বাছাই সকলের মতামতের ভিত্তিতেই হয়েছে তবে চুড়ান্ত বাছাইয়ের দিন বাঘাইছড়ি কমিটির মতামত নেয়া হয়নি। আর বিএনপি যেহেতু নির্বাচন বয়কট করেছে তাই রহমত উল্লাহ খাজা এখন নাগরিক পরিষদের পার্থী।

বাঘাইছড়ি পৌরসভা নির্বচনে শুধু রহমত উল্লাহ খাজাই নয় ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরআলম, ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সেচ্ছাসেবক দলের আহব্বায়ক নুরউদ্দিন ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউছুপ নবী, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে পৌর যুবদলের যুগ্ম আহব্বায়ক ওমর ফারুক নির্বাচনে দাঁড়িয়েছেন।

কেন্দ্রীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচনে অংশ নেয়া নেতাকর্মীদের বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী বলেন নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি রহমত উল্লাহ খাজাসহ পার্থীদের ব্যাক্তিগত বিষয় এখানে বিএনপির কোন সংশ্লিষ্টতা নেই। তাদের বিষয়ে জেলা বিএনপি নেতৃবৃন্দ ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাকিল আহম্মেদ বলেন, আপনারা জানেন এই সরকারের আমলে দেশের কোথাও বিএনপি কোন নির্বাচনে অংশ নেয়নি বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা ও কতিপয় বিএনপি নেতাদের দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়ের পদে নির্বাচনে অংশ গ্রহন করা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।

বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা হয়েছে দুই একদিনের মধ্যেই শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রয়োজনী ব্যাবস্থা নেয়া হবে।

এ বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি পৌরবাসীর জনসমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি তাছাড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক বরাবরে পদত্যাগ পত্র জমা দিয়েই মেয়ের পদে দাড়িয়েছি। যেহেতু পদত্যাগ পত্র দিয়েছি তাই এ বিষয়ে আমার আর কোন মতামত নেই।

সর্বশেষ - আইন ও অপরাধ

%d bloggers like this: