জুরাছড়ি উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মে) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, সাংবাদিক ও কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম বলেন, অবৈধ ভাবে মোটরসাইকেলে অতিরিক্ত যাত্রী পরিবহন ও চালক এবং যাত্রীদের হেলমেট ছাড়া গাড়ী চালানো ঝুঁকি বাড়ছে। এছাড়া বড় ধরনের গাড়ি (৬ চাকা) অতিরিক্ত মালামাল পরিবহনে রাস্তার ব্যপক ক্ষতি হচ্ছে। সুতরাং মোবাইল কোট পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন তিনি।
এদিকে গতমাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক তাকা সন্তোষ প্রকাশ করা হয় এবং সামাজিক ভাবে অবৈধ চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের প্রতিরোধে সকলকে সহযোগিতা এগিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।