পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে রাঙামাটিতে অংশীদারীদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রাঙামাটি জেলা পরিষদের অধীন সরকারী দফতরের কর্মকর্তারা উপস্থিত থেকে নিজেদের প্রতিষ্ঠানে জনসেবা কার্যক্রমের চিত্র তুলে ধরেন।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব সজল কান্তি বনিক বলেন রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে হলে দুর্নীতি শূণ্যতে নিয়ে আসতে হবে। না হলে সরকারের লক্ষ্য পুরণ হবে না। সভাপতির বক্তব্যে মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আলেয়া আক্তার বলেন, দুর্নীতি উন্নয়ন একসাথে চলে না। দুর্নীতি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই দুর্নীতি শূন্যতে নিতে হলে সরকারী সব দফতরের কর্মকর্তা কর্মচারীদের সৎভাবে দায়িত্ব পালন করতে হবে।
রাঙামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের ডাক্তার আরেফিন, ডাক্তার বেবি ত্রিপুরা, জেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, জেলা পাবলিক হেল্থের নির্বাহী প্রকৌশলী অনুপম দেব, সাংবাদিক হিমেল চাকমা, জেলা মুরগী খামারের ব্যবস্থাপক পলি রাণী দে বক্তব্য রাখেন।