২০০৪ সালের ২১ আগষ্ট ভয়াল গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটি জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
বিকাল ৩টায় পৌরসভা চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বনরুপা চত্বর গিয়ে সমাবেশ করা হয়।
এতে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-ভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর, সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা লীগের সভাপতি ফিরোজা বেগম চিনু,জেলা আওয়ামী লীগ নেতা অংসুই ছাইন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক বিকাশ চাকমা, পৌর আওয়ামী লীগের সম্পাদক মনসুর আলী।
জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা লীগ, জেলা যুব মহিলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ সহ অংগ সহযোগি সংগঠনের জেলা,উপজেলা,পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন প্রতিবাদ সমাবেশে।