রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে এবং এসআইডি ও সিএইচটি এর অর্থায়নে ৫০হাজার উপকার ভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরন করা হয়।
৪ই জুলাই সকাল দশটায় বিনামূল্যে চারা বিতরনের শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান,বাঘাইছড়ি কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি উপজেলা আওয়ামী লীগ ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন প্রমুখ।
এ সময় উপকার ভোগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার এ সব চারা বিতরন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন ফলজ চারা রোপণ করেন।