মুজিববর্ষ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন এর ৫০ টি অসহায় ও দরিদ্র পরিবার এর মাঝে ঈদ উপহার সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ওয়াগ্গাছড়া জোন।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ৯ টায় ওয়াগ্গাছড়া বিজিবি জোন সদর দপ্তরে জোন অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ এ, এস,সি উপস্থিত থেকে এদের হাতে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।
এইসময় ১ কেজি চিনি গুড়া চাল, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ কেজি চিনি, ১ প্যাকেট গুড়া দুধ, ১ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট মসল্লা ও ১ টি করে লুঙ্গি / শাড়ী বিতরণ করা হয়। এইছাড়া প্রত্যেক পরিবারকে নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়।
এ সময় জোন অধিনায়ক বলেন, বিজিবি অতীতেও জনগনের পাশে ছিলেন এবং ভবিষ্যতে থাকবে। এই অঞ্চলের বিভিন্ন উন্নয়ন এবং বিভিন্ন দূর্যোগে আমরা সবসময় আছি। আমরা আত্মকর্মসংস্থানমূলক কর্মসূচীর মাধ্যমে দরিদ্রদেরকে স্বাবলম্বী করে তুলছি। তিনি আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার। তাই আমরা সকলে প্রত্যেক ধর্মের অনুষ্ঠানে মিলেমিশে অংশ নিয়ে উৎসব পালন করি।
বিতরণ অনুষ্ঠানে ওয়াগ্গাছড়া ৪১ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।