খাগড়াছড়ি জেলার নেতৃস্থানীয় সাংবাদিক সংগঠন ‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে/ রেজি: নং চট্ট- ২৮০৮)-এর সুনাম নষ্ট, পেশাগত মর্যাদাহানি এবং সংগঠনের ভাবমূর্তি বিনষ্টের অভিযোগে জনাব রফিকুল ইসলাম (জেলা প্রতিনিধি, দৈনিক আমাদের সময়) এবং জনাব রিপন সরকারকে (জেলা প্রতিনিধি, যায়যায়দিন) অপসারণ করা হয়েছে।
অদ্য ৩ আগষ্ট ২০২২ খ্রি. সন্ধ্যা ছয়টায় কেইউজে’র জরুরী সাধারণ সভা- ৭ এর সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্রের অনুচ্ছেদ-২৬ অনুসারে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সভায় অপসারনকৃত সদস্য জনাব রফিকুল ইসলাম এবং জনাব রিপন সরকারও উপস্থিত ছিলেন।
কেইউজে সভাপতি প্রদীপ চৌধুরী’র সভাপতিত্বে এবং সা: সম্পাদক সৈকত দেওয়ানের সঞ্চালনায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, সাবেক সা: সম্পাদক কানন আচার্য্য, সহ-সভাপতি দুলাল হোসেন, যুগ্ম-সা: সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা, কোষাধ্যক্ষ নুরুচ্ছাফা মানিক, নির্বাহী সদস্য রুপায়ন তালুকদার এবং সদস্য যথাক্রমে মংসাপ্রু মারমা, শঙ্কর চৌধুরী ও আল মামুন গঠনতন্ত্র অনুযায়ী গৃহীত সিদ্ধান্তের পক্ষে মতামত ব্যক্ত করেন।
এই সভা থেকে কেইউজে’র সংখ্যাগরিষ্ঠ সদস্যরা জানান, এখন থেকে গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার কারণে অপসারিত সদস্য জনাব রফিকুল ইসলাম ও জনাব রিপন সরকার’র সাথে কেইউজে’র আর কোন সম্পর্ক থাকবে না। এরপরও উল্লেখিত ব্যক্তিরা সংগঠনের নাম-পদবী ব্যবহার করে কোন কার্যক্রম পরিচালিত করলে এর কোনপ্রকার দায়ভার কেইউজে বহন করবে না। তাই সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সজাগ থাকার জন্য অনুরোধ করা গেলো।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি।