রাঙামাটি সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে সদর উপজেলার বন্দুক ভাঙা ইউনিয়নে পাড়াকেন্দ্রের পাড়া কর্মীদের মাঝে একটি করে তাল গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে শহরের বনরূপার কাটা পাহাড় এলাকায় বন্দুক ভাঙা ইউনিয়নের পরিষদের অস্থায়ী কার্যালয়ে এসব চারা বিতরণ করা হয়।
এ সময় রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু মো মনিরুজ্জামান বলেন উপজেলা মাসিক সভায় বন্দুক ভাঙা ইউপি চেয়ারম্যান অমর চাকমা উপজেলা কৃষি বিভাগের কাছে তাল গাছের চারার সহায়তা কামনা করেন। তিনি সভায় বজ্রপাতে ক্ষয়ক্ষতি রোধে তাল গাছের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার চা্ওয়ার প্রেক্ষিতে উপজেলা কৃষি বিভাগ তাল চারা বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ উদ্যেগ অব্যহত থাকবে বলেন মনিরুজ্জামান।
চারা বিতরণের সময় বন্দুকভাঙা ইউপি চেয়ারম্যান অমর চাকমা, সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুকুল কান্তি দেওয়ান, বন্দুক ভাঙা ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা কিংসুক চাকমা, উন্নয়ন বোর্ড টেকসই সমাজ সেবা প্রকল্পের সহকারী ব্যবস্থাপক রিপন দেওয়ান উপস্থিত ছিলেন।
বন্দুক ভাঙা ইউনিয়নে মোট ৪১ জন পাড়া কর্মীকে একটি করে চারা বিতরণ করা হয়। ইউনিয়নে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে জানান ইউপি চেয়ারম্যান অমর চাকমা। তিনি বলেন, ব্যাক্তিগত উদ্যোগে তিনি তার ইউনিয়নে তাল চারা বিতরণ করবেন।