রাঙামাটির কাপ্তাইয়ে সরকারি আর্থিক ব্যবস্থাপনায় সংস্কার মাঠ পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগাম টু এনাবল সার্ভিস ডেলিভারি( SPFMS) প্রোগাম এই মতবিনিময় সভার আয়োজন করেন।
সোমবার( ৩ জুন) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ ” কিন্নরী ” তে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ এতে কাপ্তাই উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা পরিষদ এর জনপ্রতিনিধি এবং অর্থ বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রহিমা বেগম।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব সায়মা শাহীন সুলতানা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী এবং কাপ্তাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মফিজুল হক।
মতবিনিময় সভায় বাজেট প্রণয়ন, হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন, পেনশন, বাজেট ব্যবস্থাপনা, পেনশন, মানব সম্পদ ব্যবস্থাপনা, ব্যয় এবং অর্থপ্রদান ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।