প্রতিবছর ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারে জেলায় ৪৩ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
মঙ্গলবার( ০৩ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, কোতোয়ালী থানার ওসি আরিফুল আমিন সহ বিভিন্ন দপ্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, জেলার ৪৩ টি পূজা মন্ডপে উৎসব মুখর পরিবেশে যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে সকল প্রস্তুুতি নেওয়া হয়েছে।
আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শারদীয় দুর্গা পূজা শুরু হবে এবং ২৪ অক্টোবর বিজয়া দশমী বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গা
পূজা শেষ হবে।