রাঙামাটি জেনারেল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার রোমেল চাকমার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ ও হামলার জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) রাঙামাটি জেলা শাখা।
রবিবার সন্ধ্যায় বিএমএ রাঙামাটি জেলা সভাপতি ডা. উদয় শংকর দেওয়ান ও সাধারণ সম্পাদক ডা. সুইমিপ্রু রোয়াজার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবী জানানো হয়।
নিন্দা ও প্রতিবাদ লিপিতে বলা হয় গত ২৮/১২/২৩ খ্রি আনুমানিক রাত ১০ ঘটিকার সময় টিএনটি রায় বাহাদুর সড়ক এলাকায় রাঙামাটি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রমেল চাকমা ( কোড নং ১২৮৩৫০) আকস্মিক হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়। আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হয়।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন রাঙামাটি জেলা শাখা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে।
এই হামলার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী জানাচ্ছে।
প্রসঙ্গত ডাক্তার রোমেল প্রতিদিন চেম্বার শেষ করে শরীর চর্চার জন্য রায় বাহাদুর সড়কে সাইক্লিং করেন। ঘটনার দিন একটি বেপোরোয়া মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর প্রতিবাদ করতে গেলে গাড়িতে থাকা লোকজন গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি মারধর করে মারাত্মক আহত করে।
ডাক্তার রোমেল চাকমা বলেন, হামলাকারীরা রায় বাহাদুর সড়কের শর্মিষ্ঠা রায়ের মেয়ে ও আত্মীয় ছিল। হামলাকারীর একটি অংশ আমার কাছে মাফ চেয়ে গেছে। যারা হামলার নেতৃত্ব দেয় তারা মাফ চায়নি। উল্টো আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে শুনেছি। আমি স্থানীয় মীমাংসার আশায় এখনো কোন আইনী প্রক্রিয়ায় যাইনি।
রাঙামাটি কোতয়ালী থানা সূত্র জানায়, ৩১ ডিসেম্বর সকালে শর্মিষ্ঠার মেয়ে আনুশা চৌধুরী ডা. রোমেলের বিরুদ্ধে মারধর ও হত্যা চেষ্টাসহ নানান অভিযোগ তুলে থানায় একটি অভিযোগ দিয়েছে।